আদ-দাওয়াহ ট্রাস্ট’র সহযোগীতায় জৈন্তাপুরে বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১৫ জুন, ২০২২
আপডেট : ২ সপ্তাহ আগে

জৈন্তাপুর প্রতিনিধি
সেবামূলক সংস্থা আদ-দাওয়াহ ট্রাস্ট ঢাকা’র সহযোগীতায় জৈন্তাপুর উপজেলার বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ও সকালে উপজেলার নিজপাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যের এ ত্রাণসামগ্রী প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, ফুলকুঁড়ি ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ, রুপালী লাইফ ইন্সুরেন্স এর জৈন্তাপুর উপজেলার ব্রাঞ্চ ম্যানেজার দুলাল আহমদ ইমন, নিজাম উদ্দিন, শিহাব উদ্দিন প্রমুখ।