আবদার
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২১
আপডেট : ১০ মাস আগে

শাহানারা বেগম ইমা :
একজন সম্মানিতা আপু ও স্নেহাশিস রাশেদাকে নিবেদিত….
লুকানো বেদনা আর কান্না যত
তোমাকে বলি প্রভু হয়ে অনাহূত।
নিয়ো না ফিরিয়ে মুখ
দিয়ো না বাড়িয়ে দুখ
শুকাও জল চোখ,দগদগে ক্ষত।
নাই কেউ দয়াময় তোমার মতো।
ও লতিফ,ও দয়াল ডাকি গো ফের
সঁপেছি তোমাকে স্বজন আমাদের।
ভুলগুলো ফুল করে
তোমার প্রণয়ে মোড়ে
পাঠাও কবরে,চাওয়া আজকের
সোহানা পরশ দাও জান্নাতের।
তুমি গাফুর,তুমি যে শাকুর-তাই
আবদার যা আছে,তোমাকে জানাই
রহম জলে তোমার
ভেজাও তাঁকে আর
জান্নাতি দ্বার খুলে দাও গো ঠাঁই
তুমি ছাড়া প্রেমময় কেউ যে নাই।
আজকের ধৈর্যের কাল দিয়ো ফল
একসাথে রেখো গো আরশের তল
অঝোরে এ ব্যথা ঝরে
আমাদের অন্তরে
পারো নামাতে তুমি সেথা সুখঢল।
তোমার ছায়া-মায়া হোক সম্বল।
আগস্ট ৩০,২০২১