আম্বরখানা বাজার ব্যবসায়ী কমটিরি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

মানুষের সচেতনতার অভাবে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করেছে। আমার নিজের পরিবারের ও প্রতিবেশির সুরক্ষায় সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এজন্য ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রয়াস চালাতে হবে।
আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ব্যবসায়িদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে বক্তারা একথা বলেন।
সোমবার (২৩ আগস্ট) রাতে নগরীর আম্বরখানায় আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য ব্যবসায়িদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলজার আহমদের পরিচালনায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র সহ- সভাপতি আব্দুল আজিজ, সহ- সভাপতি হাজী আলী আকবর, সহ- সভাপতি খায়রুল কামরান, অর্থ সম্পাদক ইয়াহিয়া আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সুহেল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমদ, প্রচার সম্পাদক নান্টু চন্দ্র, সদস্য শাহান আহমদ চৌধুরী, সাংবাদিক এম. সমছু মিয়া, অ্যাডভোকেট মকদ্দছ আলী, আবুল বশর সাজু প্রমুখ।