কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ঈদ আনন্দের মধ্য দিয়ে এক মাস সিয়াম সাধনার রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু মাহে রমজান আমাদের জন্য শিক্ষনীয় ও অনুকরণীয় অনেক কাজ রেখে গেছে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনা করার পাশাপাশি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। এর মাধ্যমে ইহকালিন সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি সোমবার সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী ড. নুরুল ইসলাম বাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও শফিকুর রহমান প্রমূখ।