খাদিমপাড়ার সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া’র মৃত্যুতে সিসিক মেয়রের শোক
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২১
আপডেট : ১০ মাস আগে

খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শালিস ব্যক্তিত্ব আফরোজ মিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র বলেন, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও ননন্দিত জনপ্রতিনিধি আফরোজ মিয়া চেয়ারম্যান মৃত্যুতে দেশ ও সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।