আব্দুস সাদেক লিপন :
টেঁকো মাথায় ঢেঁকুর তুলো
মুখে কথার খই
বদলে ফেলো অনেক কিছু
বদলে ফেলো বই।
মায়ের ছেলে মায়ের বুকে
ছুরি চালাও ফের
পড়া লেখা সিকায় তুলে
মাথা গুবর খের।
সাম্য প্রীতি ভালোবাসা
গলায় গলায় মিল
আংকে উঠি যখন দেখি
আকাশ জোড়ে চিল।
সিলেট ১৬/১০/২০২১