দেড় মাসের শিশুকে বিষ দিয়ে হত্যা

সিলেট এক্সপ্রেস ডেস্ক: কানাইঘাটের বড়চতুল ইউপির বড়চতুল গ্রামে প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু সন্তান নাদিমের মুখে বিষ ঢেলে হত্যা করা হয় বলে রির্পোট প্রকাশ করেছে সিলেট ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগ।
রির্পোটে বলা হয়- প্লাস্টিকের দু’টি পাত্রে ভিসারায় অর্গানো ফসফরাস যৌগ (কীটনাশক বিষ) পাওয়া গিয়েছে।
উল্লেখ্য গত ২৬ ডিসেম্বর দেড় মাসের শিশু সন্তান নাদিমকে হত্যা করা হয়। ঘটনার শুরুতেই মা সুমি বেগম নিহত শিশু নাদিমের চাচী সুমানা বেগমকে দায়ী করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এরপর পুলিশি অভিযান শুরু হলে চাচী সুমানা বেগম এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবশেষে ২৭ জানুয়ারী র্যাব-৯ এর একটি দল সিলেট কদমতলী বাসটার্মিনালের হানিফ কাউন্টার থেকে তাকে গ্রেফতার করে।
শিশু নাদিমের মাতা সুমানা বেগমের সাথে গতকাল রবিবার কথা হলে তিনি বলেন তার একমাত্র সন্তান হত্যার সুষ্ট বিচার চান। তিনি ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে বলেন নাদিম হত্যার পর থেকে তিনি নানা কারনে শশুরবাড়ি যেতে পারেননি। তবুও দুঃখ নেই যদি তার সন্তান হত্যার সঠিক বিচার হয়।