ধরাধরপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন

সিলেট এক্সপ্রেস ডেস্ক : দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নে ধরাধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গত বুধবার সকালে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন রাসেল এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাবিয়া পারভীন রিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আলালুজ্জামান, সদস্য হাজী জয়নাল আহমদ, খলিলুর রহমান, গোলাম মোস্তফা কামাল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা জাফরিন চৌধুরী, শিক্ষক পদ্মা রাণী দে, আয়শা সুলতানা, রওশন আরা শিউলী, জেসমিন আক্তার, রুমেনা বেগম, হিমাদ্রী পাল প্রমুখ।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন সমাবেশের বক্তারা।