ধর্মব্যবসা বন্ধে নতুন প্রজন্ম স্বাধীনতা ব্যাংক চায় —– মোমিন মেহেদী

সিলেট এক্সপ্রেস ডেস্ক : নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্মব্যবসা বন্ধে নতুন প্রজন্ম ‘ইসলামী ব্যাংক’-এর নাম পরিবর্তন করে স্বাধীনতা ব্যাংক চায়। একই সাথে কোন রাজনৈতিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানে ‘ইসলাম’ শব্দ ব্যবহার করে পণ্যে পরিণত করার অপচেষ্টা যেন না করতে পারে এজন্য সরকারীভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে। এতে করে একদিকে যেমন স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির-জঙ্গীচক্র পালাবার পথ খুঁজে পাবে না; অন্যদিকে ধর্ম অস্বীকারকারীরাও হারিয়ে যাবে বর্তমানের অতলে। ৩ মার্চ সকাল ১০ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘স্বাধীনতার মাসে স্বাধীনতা ব্যাংক ঘোষণা নতুন প্রজন্মের দাবী’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় মুক্তিযোদ্ধাধারার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মেম্বার, আহমেদুল কবির খান কিরণ, এ্যাডভোকেট ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সিনিয়র যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, মনির জামান, ফরহাদ শিমুল, চাঁদ আহমেদ জীবন, এসএম সুলতান, লুবনা আক্তার প্রমুখ।