নজরুল
প্রকাশিত : ২৬ মে, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

মিনহাজ ফয়সল:
জন্ম তাঁহার চুরুলিয়া গ্রামে
জীবন শুরু দুখু মিয়া নামে।
প্রাইমারিতে শিক্ষা নিলো
দুখু মিয়া ধর্মীয়
জীবন নিয়ে যুদ্ধ করে
হলো হোটেল কর্মীও।
বয়স যখন কম ছিলো
গায়ে তখন দম ছিলো
লেটো দলে নাম লিখে
কাব্য কথার দাম শিখে।
গান-কবিতা সদ্য লিখে
নাটক কিংবা পদ্য লিখে
বিশ্বে কুড়ায় নাম
দ্রোহ-জ্বালা ভয়ের কথা
মানব প্রেমের জয়ের কথা
বাড়ায় তাঁহার দাম।
নজরুল আজও বেঁচে আছেন
সাহিত্য তাঁর সাথীও
দুখু মিয়া থেকে তিনি
কবি হলেন জাতীয়।