পংকি খানের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক
প্রকাশিত : ১২ জুন, ২০২২
আপডেট : ৩ সপ্তাহ আগে

সিলেটএক্সপ্রেস – বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী ও ব্যবসায়ী পংকি খান আজ (১১জুন,২০২২) শনিবার, সন্ধ্যায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।