প্রাথমিকে ১০০ টাকা উপবৃত্তি!!

সিলেট এক্সপ্রেস ডেস্ক: প্রাথমিকে ১০০ টাকা উপবৃত্তি!! সিলেটের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্রছাত্রী দের উপবৃত্তি প্রদানের কার্যক্রম চলছে । কিন্তু দুঃখের বিষয় এই যে, প্রতি ৩ মাস অন্তর অন্তর ১০০ টাকা পাওয়ার কথা ! অথচ এই টাকা প্রাপ্তির জন্য প্রত্যেক ছাত্রছাত্রীদের পেছনেই খরচ হচ্ছে ১০০ টাকার উপরে! কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর (নাম প্রকাশে অনিচ্ছুক) কাছে থেকে জানা যায়, সে বলে ,” আমি ছবি উঠাইছি ৮০ ট্যাকা দিয়া “। আর ট্যাকা পাইমু ১০০ টাকা! ” আর ট্যাকা দিবো মোবাইল ও! অনও আরও ১০ ট্যাকা কাটিয়া নিবো! ” ইতা কিতা ভিক্ষা নি!। তার এ ভাষ্য থেকে এ কথা স্পষ্ট যে, এ যেন উপবৃত্তি নয় লোক দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য । আসলেই কি সরকার থেকে ১০০ টাকা উপবৃত্তি দেওয়া হচ্ছে?! এমন প্রশ্ন শিক্ষার্থীদের মনে। শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে টাকা পৌছানোর দায়িত্ব কর্তৃপক্ষের। সেখানে এমন আচরণ হলে শিক্ষার্থীর লাভ টুকু বা কোথায়?