প্রিয় রাসুল (সঃ)
প্রকাশিত : ১২ জুন, ২০২২
আপডেট : ২ সপ্তাহ আগে

ইশরাক জাহান জেলী
এক
রাসুলের অবমাননায়
নামবে গযব দগ্ধপ্রানের
মুমিনের প্রার্থনায়।
দুই
আমার শীতল অন্তর
আমরা মোহাম্মাদী উম্মত
রাসুলের (সঃ) অপমানে
দেখাও ঈমানী হিম্মত।
আরশে আজিমে সম্মানিত
দুজাহানের কান্ডারী
নূরের রবির অপমানে
লাল হতে চায় তরবারী।
উসওয়াতুন হাসানা
আমার বিশ্বনবী
এনেছি ইমান করে গুনগান
আজো চাঁদ,তারা,রবি।
ওরে মুসলিম তুলো হাক
বেদিনের কন্ঠ করো রুদ্ধ
থেকোনা নিরব আর
মুসলমানি রুপ ধরে অন্ধ।
তিন
এই ক্ষত
মিটবেনা
যতই হস
অবনত।