ফেলোশীপ’র জন্য কাদের তাপাদার ও সেলিম আউয়াল মনোনীত

সিলেট প্রেসক্লাব ফেলোশীপ ২০১৮ পাচ্ছেন যৌথভাবে বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার ও গল্পকার সেলিম আউয়াল।
গতকাল সোমবার ফেলোশীপ নির্বাচক কমিটির প্রধান আবদুল হামিদ মানিক আলাদা চিঠিতে এ দু’জনকে চুড়ান্ত নির্বাচনের তথ্য নিশ্চিত করেছেন।
প্রেসক্লাব সূত্র জানায়, নিয়ম অনুযায়ী মে ২০১৮ থেকে অক্টোবর ২০১৮ এর মধ্যে গবেষণাকর্মটি সম্পন্ন করতে হবে। যৌথভাবে ফেলো নির্বাচিত হওয়ায় গবেষণার বিষয়বস্তু পুনঃনির্ধারণ করা হয়েছে। আবদুল কাদের তাপাদার ‘স্বাধীনতাত্তোর সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ এবং সেলিম আউয়াল ‘স্বাধীনতাপূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ শিরোনামে গবেষণাকর্ম সম্পাদন করবেন।
আবদুল কাদের তাপাদার সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। এর আগে বিভিন্ন সময় তিনি সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি একজন সুলেখক হিসেবেও খ্যাতি রয়েছে তার।
এদিকে, সেলিম আউয়াল সিলেট প্রেসক্লাবের একজন সহযোগি সদস্য। ইতিপূর্বে তিনি দৈনিক সিলেটের ডাক এর বার্তা সম্পাদক ও সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।-বিজ্ঞপ্তি