বজ্রপাতে মহিলা নিহত
প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২২
আপডেট : ৩ মাস আগে

গোয়াইনঘাটে বজ্রপাতে একজন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়ামাটি গ্রামের আলীম উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পাশে খাইয়া নদীর তীরে মরিচ তুলতে যান। দুপুরের দিকে বজ্রপাতে আলিম উদ্দিন, তার স্ত্রী মর্জিনা ও ছোট ভাই ইলিয়াস এবং জৈন্তাপুর উপজেলার ফরফরা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মর্জিনা বেগম মারা যান। নিহত মর্জিনা বেগম ৫ কন্যা সন্তানের জননী। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে রাহিমার অবস্থা আশঙ্কাজনক।