বাংলাদেশ ব্যাংকের ডিজিএম পদে মোঃ সাইফুল আলম’র পদোন্নতি লাভ

বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক মোঃ সাইফুল আলম মেধা ভিত্তিতে উপমহব্যস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের ৩১ আগস্ট তারিখে এক আদেশে তাঁকেসহ ৩৯ জন কেন্দ্রীয় ব্যাংকারকে ডিজিএম পদে পদোন্নতি দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের মেধাবী কর্মকর্তা সাইফুল আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং এ বিবিএ এমবিএ ডিগ্রী শেষে ২০০৫ সালে বাংলাদেশ ব্যাংকে সরাসরি সহকারী পরিচালক পদে যোগদান করেন। দীর্ঘ ১৬ বছরের কর্মময় জীবনে তিনি ডিএবি, প্রকৌশল, ভল্ট, ব্যাংক পরিদর্শন বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিভাগে কাজ করেন। তাঁর সহধর্মিণী সুরভী নাহার সিলেট সরকারী পাইলট স্কুলের সিনিয়র শিক্ষক। তাঁর পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূইগাঁও গ্রামে এবং সিলেট মহানগরীর রায়নগর রাজবাড়ী মিতালী আবাসিক এলাকায় বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন। ব্যাংকে কাজের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাবের প্রাক্তন সভাপতি ও বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ মসজিদের প্রাক্তন সহসভাপতি, আশক আলী ফিটনেস ক্লাবের প্রেসিডিয়ামের সদস্যসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।