বিএনপির বিক্ষোভ সমাবেশে যোগদান করতে সিলেট জেলা যুবদলের আহবান

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪মে শনিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ যোগদান করতে আহ্বান জানিয়েছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি মির্জা আব্বাস।
শুক্রবার (১৩ মে) সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ এক যৌথ বিবৃতিতে আগামীকালকের সমাবেশকে সফল ও স্বার্থক করতে সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সকল সদস্য, জেলার আওতাধীন ১৩টি উপজেলা, ৫টি পৌরের সকল নেতৃবৃন্দকে দুপুর ২টায় মধুবন মার্কেটের সামনে উপস্থিত হয়ে জেলা যুবদলের মিছিলে দলে দলে যোগদানের আহবান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তেল, পিয়াজ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির , নৈরাজ্য ও সন্ত্রাস তীব্র আকারে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।
এমতাবস্থায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের মতো সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামী শনিবার (১৪ মে) ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি