বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রথম প্রশাসনিক কর্মকতা বশির উদ্দিন এর ইন্তেকাল দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:- সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের প্রথম প্রশাসনিক কর্মকর্তা আলহাজ¦ বশির উদ্দিন আহমদ আর নেই। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৬টায় শাহজালাল উপশহরস্থ সিলেট সরকারি তিব্বিয়া কলেজ মাঠে ব্যায়ামরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মরহুম বশির উদ্দিন আহমদও প্রাতঃভ্রমণ ক্লাবের সদস্য। তিনি এ ক্লাবের মাধ্যমে নিয়মিতভাবে ব্যায়ামসহ ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন।
মরহুম বশির উদ্দিন আহমদের নামাজে জানাজা সোমবার বাদ জোহর শাহজালাল উপশহরস্থ আই ব্লক মসজিদে অনুষ্ঠিত হয় এবং পরে মানিক পীর গোরস্থানে তাকে দাফন করা হয়।
আলহাজ¦ বশির উদ্দিন আহমদ আম্বরখানা সরকারি কলোনির প্রাক্তন বাসিন্দা ছিলেন। তিনি ২০০৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি চাকরি থেকে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলায়।