বিশ্বনাথে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের ডিভেট কম্পিটিশন’র পুরস্কার বিতরণ

সিলেটের বিশ্বনাথে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের উদ্যোগে ‘এক্সপেক্স ইউর সেলফ অনলাইন ভিডিও কম্পিটিশন-২০২২’র অনলাইন ভিত্তিক ডিভেট কম্পিটিশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮মে) সকালে পৌর শহরের পুরান বাজারস্থ ইউকে ইয়ুথ ইন্সটিটিউট কার্যালয়ে ডিভেট কম্পিটিশন শেষে পুরস্কার বিতরণ করা হয়। ডিভেট কম্পিটিশনে চ্যাম্পিয়ান হন নাজিফা জাহান রাজিয়া ও রানার্সআপ নাদিয়া ইসলাম। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীদের মাঝে সনপত্র দেয়া হয়।
এর আগে ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের ইন-চার্জ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ফারহান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- প্রশিক্ষণ প্রাপ্ত মিনিস্ট্রি অব হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্র মো.ওলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের অফিস ইন-চার্জ জমির আহমদ, লাইফইস্কিল ট্রেইনার সিতাব আলী, আইটি ডিপার্টমেন্ট’র প্রধান জিয়াউল হক, মডারেটর হালিম আহমেদ, খালেদ হাসান, ইমা বেগম, লিমা বেগম প্রমুখ।