বেলা শেষ
প্রকাশিত : ০৯ মে, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

মিজানুর রহমান মিজান
জীবন বেলা শেষ , ধন্যবাদ জানাই অশেষ
হেরিলাম ভবের লীলাখেলা।
আমি ভাল বলবো না, মন্দতো কেহ বলে না
সত্য-মিথ্যার অপূর্ব মিশ্রণ খেলা।
আমি নগন্য অধম, স্বপ্ন পূরণে অক্ষম
প্রচেষ্টা অবিরাম নেই অবহেলা।
তবু পেলাম না মন, ভাবনা সর্বক্ষণ
বারে বারে অন্বেষণে হয় না সুফলা।
এ অঙ্ক ভারী কঠিন,জাগে প্রশ্ন অবান্তর, অচিন
অদ্ভুত আচরণ দেখায় সরলা।
আজগুবি রুপ ধর, মুহুর্তে বদল কর
কতরুপে মিথ্যা বল ময়মনা কুটিলা।