মাওলানা রশিদ আহমদের মৃত্যুতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী শোক
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২১
আপডেট : ১০ মাস আগে

বহুল প্রচারিত `গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী মাওলানা রশিদ আহমদ অ্যাডভোকেট মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
সোমবার (২৩ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী স্বজন রেখে গেছেন।
বিশিষ্ট সমাজসেবী মাওলানা রশিদ আহমদ অ্যাডভোকেট মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।