যুবদল নেতা বাবলুর পিতৃবিয়োগে জেলা ও মহানগর যুবদলের শোক

২৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বাবলু হোসেন হৃদয় এর পিতা মনির মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মে) এক শোক বার্তায় সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, একটি পরিবারের প্রধান অভিভাবক হলেন একজন পিতা। আর সেই পিতা যখন দুনিয়া ছেড়ে চলে যান তাহলে পরিবারের মধ্যে নেমে আসে শোকের মাতম। আমরাও মরহুর মনির মিয়ার মৃত্যুতে মর্মাহত। মহান রাব্বুল আল আমিন যেন তাকে জান্নাত নসিব করেন এই কামনা করি। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম মনির মিয়া মঙ্গলবার বিকাল ৫টয় কদমতলীর একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে উসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুাকালে তার বয়স ছিল ৭০ বছর। মৃত্যুকালে সন্তানাদি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি