রংপুরের ডিসি হলেন সিসিকের এনামুল হাবিব
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহসহ ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে রংপুরের ডিসি পদে দায়িত্ব পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবীবকে রংপুরের ডিসি’র করার বিষয়টি উল্লেখ রয়েছে।