শহরতলীর বাইশটিলায় সিলেট সদর জামায়াতের ত্রাণ বিতরণ

সিলেট সদর উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ অব্যাহত রেখেছ বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর ও সিলেট সদর উপজেলা শাখা।
ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসেবে ২৭ মে শুক্রবার উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা (উত্তর) জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর আলহাজ্ব সুলতান খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. জৈন উদ্দিন,
সদর জামায়াতের সেক্রেটারি নাজির উদ্দিন আহমদ সহ স্হানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ ত্রাণ কার্যক্রম জোরদার এবং বন্যার্তদের পুনর্বাসনে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি