সাঁওতালপাড়ায় মন্দির নির্মাণে বরাদ্দ দিবেন এমপি কেয়া চৌধুরী

সিলেট এক্সপ্রেস ডেস্ক : বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগানের সাঁওতালপাড়ায় পুজা অর্চনা করার জন্য নেই স্থায়ী মন্দির ভবন। নির্ধারিত জমি রয়েছে। এ জমিতে মন্দির ভবন নির্মাণে আর্থিক অনুদান দেওয়ার জন্য তেমন কেউ এগিয়ে আসছিলে না।
বিষয়টি জেনে এমপি কেয়া সরেজমিন গিয়ে উঠান বৈঠকে বসেন। এতে সাঁতালপাড়ার লোকজন অংশগ্রহণ করে এমপি কেয়া চৌধুরীর কাছে মন্দির নির্মাণে অনুদান দাবী করেন।
বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, চিন্তার কারণ নেই। আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছ থেকে এ মন্দিরের ভবন নির্মাণে বরাদ্দ এনে দেব। এজন্য কিছু সময় দিতে হবে। এ ঘোষণা শুনে সাঁওতালপাড়ার লোকেরা সন্তোষ প্রকাশ করেন।
এ বৈঠকে বক্তব্য রাখেন, বাগান পঞ্চায়েত সভাপতি পিয়ারী দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলাউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা বিদ্যা সাগর বিন, বিমল কর্মকার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নৃপেন চাষা, শ্রী কমল কুমার প্রেম, ধানু সাঁওতাল, আরতি সাঁওতাল, বাবুল সাঁওতালসহ তৃণমূলের শত শত লোকেরা।