সিলেটের দক্ষিন সুরমার বিদ্যুৎ স্থাপনা কাজ করছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট। এবারের বন্যায় সিলেটের জেলা উপজেলা শহরে গ্রামে বন্যাকবলিত হয়েছে মানুষজন। বিদ্যুৎ বিভাগের ডিভিশন -৩ এর সুইচ ইয়ার্ড, সাবস্টেশন কন্ট্রোল রুম পানিতে তলিয়ে যাওয়ায় সমগ্র দক্ষিণ সুরমার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ১৬জুন বৃহস্পতিবার প্রবল বেগে পানি ঢুকে বন্ধ হয়ে যায় পুরো সিস্টেম।
আজ ২০ জুন সোমবার সকাল থেকেই সেনাবাহিনী কাজ করছেন। অত্র বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল চন্দ্র সরকার ঠায় পানিতে দাড়িয়ে তার কর্মকর্তা, কর্মচারী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছেন। কাজ করছেন একঝাক সেনাবাহিনী।
সব কিছু মিলিয়ে বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি থাকলে মঙ্গলবার সাবস্টেশন চালু করে বিদ্যুৎ সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।
কাজের অবস্থা ও পরিস্থিতি দেখতে আসেন দক্ষিণ সুরমা-বালাগঞ্জ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের সিটি কপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সাবস্টেশন চালুর ব্যাপারে তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।