সিলেটে আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় আঞ্চলিক পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। (২২/০৩/২০২২) মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট অঞ্চলের বিভিন্ন জেলা থেকে কাব ও স্কাউটরা আজান ও ক্বেরাত, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, ছড়া ও কবিতা এবং চিত্রাঙ্কন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজ্ঞ বিচারকমন্ডলীর বিচারে কাব শাখায় সংগীত, ছড়া-কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিয়ানীবাজারের তেরাদল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট অনিমেষ দেব তুষ্ট ১ম স্থান অধিকার করে এবং স্কাউট শাখায় নৃত্যে বাহুবল মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের সহকারী উপদল নেতা অন্যন্যা বড়ুয়া, ক্বেরাতে সানশাইন মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা মোঃ রায়হান মিয়া, সংগীত ও যন্ত্রসংগীতে সানশাইন মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের উপদল নেতা দ্বীপ পাল, চিত্রাঙ্কনে বাহুবল মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের সিনিয়র উপদল নেতা শেখ নুসরাত ১ম স্থান অধিকার করে। উল্লেখ্য, আঞ্চলিক পর্যায়ে ১ম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিজ্ঞপ্তি