সিলেটে করোনার নিম্নমুখী ধারাও অব্যাহত

সিলেট বিভাগে করোনায় আরেকটি মৃত্যুহীন দিন পার হলো। একইসাথে সিলেটে করোনার নিম্নমুখী ধারাও অব্যাহত রয়েছে। শেষ ২৪ ঘন্টায় বিভাগে শনাক্তে হার দেড় শতাংশের নিচে নেমেছে।
শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত করোনার নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিভাগে করোনা সংক্রমণের হার নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯৭১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৪। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৯২। সেটি ছিল গত ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনার তৃতীয় ধাপের সংক্রমণের পর সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ওঠে। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। পরবর্তী সময় ২ ফেব্রুয়ারি থেকে সংক্রমণের হার কমতে শুরু করে। ১৩ ফেব্রুয়ারি থেকে তা নেমে আসে ১০ শতাংশের নিচে। আর গত ২ দিন ধরে শনাক্ত হার ২ শতাংশের নিচে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলার ১০ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জে ২ জন রয়েছেন। সুনামগঞ্জের কারও করোনা শনাক্ত হয়নি। বিভাগে সোমবার সকাল ৮টা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, টিকা কার্যক্রম অব্যাহত থাকায় এবং টিকাপ্রাপ্তির হার বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের হার কমেছে। এরপরও করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতন হতে হবে।