সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি আলী আহমদের মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের শোক প্রকাশ

সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবী, ভার্থখলার বাসিন্দা মো. আলী আহমদ রোববার (২০ ডিসেম্বর) সকাল ৭ টার সময় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৩।
আলী আহমদের জানাযার নামাজ আজ বাদ মাগরিব ভার্থখলা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আলী আহমদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা সংগঠক শাহ মো. আহাদ আলী লিটন, নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদের মহাসচিব সংগঠক এম. বাবর লস্কর, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সংগঠক শাহ মো. লোকমান আলী, ড্রীম সিলেট অনলাইন পোর্টালের চেয়ারম্যান শেখ তোফায়েল আহমদ শেপুল, সিলেট উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এহছানুল করিম মিশু, সাধারণ সম্পাদক কবির আহমদ খান, সহ-সভাপতি ডা. শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মনিরুল ইসলাম, রকি দেব, হাবিব উল্লাহ, আব্দুল মুমিন লাহিন্ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।