সিলেট পৌরসভার সাবেক কমিশনার বকুল আর নেই
প্রকাশিত : ২১ মার্চ, ২০২২
আপডেট : ৩ মাস আগে

সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট পৌরসভা থাকাকালীন ৮ নং ওয়ার্ডের কমিশনার ও নগরীর চৌকিদেখি জামে মসজিদের মোতোয়াল্লি আবু-নসর বুকল ইন্তেকাল করেছেন। সোমবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম সিলেটভিউ-কে বলেন, আবু-নসর বুকল দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন। আজ (সোমবার) দুপুরে স্থানীয় একটি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। এসময় হঠাৎ অসুস্থাবোধ করায় দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোমবার বাদ এশা নগরীর চৌকিদেখি জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার কবরস্থানে লাশ দাফন করা হবে।