সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি হলেন খয়ের আহমেদ রিমন
প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২২
আপডেট : ২ মাস আগে

বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ছাতকের খয়ের আহমদ রিমন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদ লাভ করেন।
এ বিষয়ে নবনির্বাচিত সহ সভাপতি খয়ের আহমেদ রিমন বলেন, স্কুলজীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আছি। বঙ্গবন্ধুকে ভালোবেশেই ছাত্রলীগের রাজনীতিতে আমি পা বাড়িয়েছি। যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে সুসংগঠিত করে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাবো। যেভাবে দলের ভাবমূতি উজ্জ্বল হয় সে লক্ষেই কাজ করে যাবো। আমি দলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। বিজ্ঞপ্তি