হবিগঞ্জে সংঘর্ষে চা শ্রমিক নিহত
প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৮
আপডেট : ৪ বছর আগে

হবিগঞ্জের চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানে দু’পক্ষের সংঘর্ষে বাদল কর (৪০) নামে একে চা শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত বাদল কর চাকলাপুঞ্জি চা বাগান এলাকার মৃত সুভাষ কর এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিহত বাদল করের সঙ্গে একই এলাকার সুভাষ করের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সুভাষ করের লোকদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন বাদল কর। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।