১৫ জুন উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে
প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২
আপডেট : ২ মাস আগে

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন এই উপজেলায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপনির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি ইন্তেকাল করেন। ফলে পদটি শূন্য হয়। ইকবাল আহমদ চৌধুরী ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন।