বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আলোচনাসভা  বাংলার মানুষের হৃদয়ে তিনি বেচে আছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে- এড. মিসবাহ সিরাজ


বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আলোচনাসভা  বাংলার মানুষের হৃদয়ে তিনি বেচে আছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে- এড. মিসবাহ সিরাজ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় এক নাম। বাঙালির প্রেরণার নাম। বাংলার মানুষের হৃদয়ে তিনি বেঁেচ আছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সিলেটের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গতকাল ১৫ আগস্ট দুপুরে নগরীর চৌহাট্টাস্থ স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য পরিবারের আহবায়ক এম. গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে সিলেটের সিভিল সার্জন ডা. এস.এম. শাহরিয়ার, সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নূরে আলম শামীম, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের যুগ্ম আহবায়ক এম. আতিকুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, নার্সিং অফিসার শিপা বেগম, স্বাস্থ্য পরিবারের যুগ্ম আহবায়ক মো. আবদুল আলী বাবলু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শুয়াইবুর রহমান, গীতা পাঠ করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী অরুণ চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমপাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জালাল উদ্দিন, ডা. সিধু সিংহ, ডা. স্বপ্নীল সৌরভ রায়, ডা. মাইমুন নাহার নাসরিন প্রমুখ। সভাশেষে মোনাজাত পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা শোয়াইবুর রহমান।